Byakateriyra arthanaitika gurutba bislesana kara

 

ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর



উদ্দীপকে দ্বিতীয় অণুজীবকে ব্যাকটিরিয়া বলে।  অর্থনৈতিক ক্ষেত্রে এই জীবের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।



   চিকিৎসা ক্ষেত্রে: ব্যাকটিরিয়া চিকিত্সা ক্ষেত্রে ব্যবহৃত হয়।  ব্যাকটিরিয়া অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যবহৃত হয়, যেমন সাবটিলিন, পলিমিক্সিন, টেরামাইসিন ইত্যাদি, যা ব্যাকটিরিয়া থেকে তৈরি হয় এবং বৈদেশিক মুদ্রা অর্জনে রফতানি হয়।


   কৃষিতে: ব্যাকটিরিয়া পাট থেকে আশ দূর করতে সহায়তা করে।  ব্যাকটেরিয়া  দই তৈরিতেও সহায়তা করে।  ব্যাকটিরিয়া কৃষির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  তাছাড়া আবর্জনা পঁচাতে সাহায্য ব্যাকটেরিয়া করে।


   মানবজীবনে: ব্যাকটিরিয়া মানবদেহে ভিটামিন (ভিটামিন-বি, ভিটামিন-কে), ফলিক অ্যাসিড, বায়োটিন তৈরিতে সহায়তা করে।  তদুপরি, মৃত জীব দেহকে পচতে সহায়তা করে।


   গবেষণায় ব্যাকটিরিয়া: ব্যাকটিরিয়া হ'ল জিন ইঞ্জিনিয়ারিংয়ের মূল ভিত্তি।  কিছু ক্ষেত্রে, জীবের পছন্দসই বৈশিষ্ট্যগুলি অর্জনের জন্য জিনগত পরিবর্তনে ব্যাকটিরিয়া ব্যবহার করা হয়।

Comments

Popular posts from this blog

24th January current affairs questions bengali

Current affairs quiz 13 December 2019 current affairs for quiz /today current affairs quiz

CDAC Noida Recruitment 2019: 102 Vacancies for Project Manager & Project Engineer Posts